পাইকগাছায় শিবসা-কপোতাক্ষে ব্যাপক ভাঙন

0

পাইকগাছা (খুলনা)সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় শিবসা,কপোতাক্ষসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে।
লঘুচাপ, অতি বর্ষণ এবং নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। উপজেলার শিবসা,কপোতাক্ষের রাড়ুলি,বোয়ালিয়া, হিতামপুর,পার রামনাথপুর,লস্করের কড়ুলিয়া,নদীর আলমতলা ও গড়ইখালীর খুদখালী নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। দেলুটির শিবসা নদীর কয়েকটি স্থানে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। এ ব্যাপারে লস্কর,গড়ইখালী ও দেলুটি ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুস ছালাম কেরু ও রিপন মন্ডল প্রাথমিভাবে ভাঙন রোধের বালিভর্তি জিও ব্যাগ দিয়ে ঠেকানোর চেষ্টা করছেন। বুধবার বিকেলে ভাঙন কবলিত ভেড়িবাঁধ পরিদর্শন করেছেন পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী-২ মো. আশরাফুল আলম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ইউএনও মুহাম্মদ আল-আমিন, উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা।