অভয়নগরে জৈব বালাইনাশক কর্নার না থাকলে লাইসেন্স দেওয়া হবে না

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) সংবাদদাতা ॥ জৈব বালাইনাশক কর্নার না থাকলে খুচরা ও পাইকারি বিক্রেতার লাইসেন্স দেওয়া হবে না। অভয়নগরে জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কৃষক-বালাইনাশক বিক্রেতা-পরিবেশক-কোম্পানির সংযোগ সমাবেশে কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এ কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সংযোগ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষিবিদ আবু হেনা মোস্তফা, ইমরান হোসেন প্রমুখ। এ সময় উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার শতাধিক কৃষক, বালাইনাশক বিক্রেতা, পরিবেশক ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।