হামলা-মামলা করে গণআন্দোলন বন্ধ করা যাবে না : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে তা দেখে সরকার বেসামাল হয়ে পড়েছে। ফলে পরিকল্পিতভাবে বিএনপিসহ বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর একের পর হামলা-মামলা করছে। কিন্তু শত হামলা-মামলা করেও গণআন্দোলন বন্ধ করা যাবে না। গণআন্দোলনে ফ্যাসিস্ট এ সরকার উৎখাত হবেই হবে ইনশা আল্লাহ।
সরকারের পদত্যাগে একদফার আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ২৬ সেপ্টেম্বর খুলনায় তারুণ্যের রোডমার্চ সফলের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় মনিরামপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে যৌথ প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দলীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। যুবদল নেতা মোক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে শরফুদ্দৌলা  ছোটলু, আব্দুস সালাম আজাদ,  মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, নিস্তার ফারুক, আসাদুজ্জামান মিন্টু, জাহাঙ্গীর বিশ্বাস, মাস্টার মতিয়ার রহমান, আলাউদ্দিন আহমেদ, আজিবর রহমান, নাজমুল হক লিটন, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, বিল্লাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।