মনিরামপুরে বজ্রপাতে ঘের শ্রমিকের মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে শুক্রবার দুপুরে মৎস্যঘেরে কাজ করার সময় বজ্রপাতে হাফিজুর রহমান(৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাফিজুর রহমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার আমদাডাঙ্গা গ্রামের আবদুল লতিফ মোড়লের ছেলে।
হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন জানান, হারিদাসকাটি গ্রামের ডুমুরখালি বিলে সমিরোন হালদারের মৎস্যঘেরে কয়েকদিন যাবত তালা উপজেলা থেকে আসা বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে হাফিজুর রহমানের মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনাচর্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।