মনিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যশোরের মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র শহীদ ইকাবল হোসেন।
পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, প্রভাষক নাজমুল হক লিটন, ফারুক হোসেন, এ কে আজাদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, আইয়ুব আলী, মুস্তাক হোসেন, মিজানুর রহমান, নুরুজ্জামান, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইমরান হোসেন কামরুজ্জামান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মফিজুর রহমান।