যবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

 

যবিপ্রবি সংবাদদাতা॥ আনন্দ শোভাযাত্রা কেককাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস)-র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একইসাথে সাংবাদিক সমিতির ৪র্থ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সাংবাদিক সমিতির সদস্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠান হয়।
বিশেষ অতিথি ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো. আলম হোসেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও ঢাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মাহদী আল-মুহতাসিম।- যবিপ্রবিসাসের নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।
যবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সহসভাপতি মো. ওয়াশিম আকরাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্ররিচালক ড. মো. আলম হোসেন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, জনসংযোগ শাখার উপ-পরিচালক আব্দুর রশিদ, যবিপ্রবিসাসের সাবেক সেক্রেটারি নাজমুল হোসাইন, যবিপ্রবিসাসের বর্তমান সভাপতি জহুরুল ইসলাম, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, যবিপ্রবি সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাশেদ খান,ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি খালিদ সাইফুল্লাহ, ব্লাড ব্যাংকের সম্পাদক প্রান্ত মজুমদার প্রমুখ।