আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ডা. তৌহিদুজ্জামানের চৌগাছায় গণসংযোগ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ডা. মো. তৌহিদুজ্জামান চৌগাছায় গণসংযোগ করেছেন। সোমবার বিকেলে তিনি ছুটিপুর বাসস্ট্যান্ড, মাছবাজার, কাপুড়িয়াপট্টি, ভাস্কর্যের মোড়সহ বাজারে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন, একই সাথে নিজের পরিচয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, ঝিকরগাছার সাবেক আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদুল বিন্তু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারেক, যুবলীগ নেতা সাহেদুর রহমান শিবলু, মনিরুজ্জামান সোহাগ, বিল্লাল হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর একরামুল হক খোকন, পৌর মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, মনোয়ার কবির বাবু প্রমুখ।