যশোরের বারান্দীপাড়ার চাঁদাবাজ কোরবান আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ার চাঁদাবাজ কোরবান আলীকে (২০) আটক করেছে পুলিশ। রোববার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন কোতয়ালি থানা পুলিশের এসআই জাকির হোসেন। আটক কোরবান আলী পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলার মোড় এলাকার কাদের আলীর ছেলে।
পুলিশ জানায়, পূর্ব বারান্দী কবরস্থান এলাকার বাসিন্দা ট্রাকচালক মেহেদী হাসান ওরফে রাজ বাবুর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। তিনি তাদের চাঁদা দিতে অস্বীকার করলে গত শনিবার দুপুরে পূর্ব বারান্দীপাড়া ফুলতলার মোড়ে তাকে পেয়ে মারধর ও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওইদিন রাতে ৪ জনকে আসামি করে মামলা করেন রাজ বাবু। আসামিরা হচ্ছে, মোল্লাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সাহারাজ, কাদের আলীর ছেলে কোরবান আলী, রইচের ছেলে রায়হান ও গৌড়ের ছেলে গৌতম। মামলা দায়েরের পর রোববার ভোরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি কোরবানকে আটক করে পুলিশ।