যশোরে হেরোইনের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের একটি মামলায় মোতলেব নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এই রায় প্রদান করেন।
অতিরিক্ত পিপি অ্যাড. আসাদুজ্জামান জানান, সাজাপ্রাপ্ত আসামি মোতলেব শার্শা উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের রজব আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৩১ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শার্শা উপজেলার বৃত্তিবাড়িপোতা গ্রামে বেতনা নদীর ব্রিজের ওপর অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫শ গ্রাম হেরোইনসহ মোতলেবকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই খাইরুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই সেকেন্দার আবু জাফর। এই মামলায় আসামি মোতলেবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।