অভয়নগরে ব্যাচার নেতৃত্বে হামলার নিন্দা বিপ্লবী কমিউনিস্ট লীগের কার্যালয়ে গিয়ে সহমর্মিতা প্রকাশ অনিন্দ্য ইসলাম অমিতের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অভয়নগরের বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের সশস্ত্র হামলার শিকার দলটির নেতা-কর্মীদের খোঁজ খবর নিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১৯ জুলাই) রাতে অনিন্দ্য ইসলাম অমিত বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কার্যালয়ে গিয়ে হামলার শিকার নেতা-কর্মীদের সাথে কথা বলেন। এসময় বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ গত ১৭ জুলাই নওয়াপাড়া পৌর সদরের শ্রমিক লীগ নেতা ও স্থানীয় পৌর কাউন্সিলর রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে চালানো সশস্ত্র হামলার বর্ণনা দেন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত হামলার শিকার নেতা-কর্মীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। একই সাথে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, যশোরে রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। সম্প্রীতির রাজনীতির তীর্থভূমি যশোর। যেখানে ভিন্ন মতের প্রতি সংযম কিংবা শ্রদ্ধা প্রদর্শনের রাজনীতি বরাবরই ছিল। কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সেটি বিনষ্ট করেছেন। তাদের প্রতিহিংসার যে রাজনীতি সেটির সাথে যশোরের রাজনীতি কোন দিনই পরিচিত ছিল না। যশোরের রাজনৈতিক সংস্কৃতির সাথে সেটি যায় না। আশা করবো যশোরের রাজনীতিতে যেন ভবিষ্যতে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লিগের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান প্রমুখ।