উত্তেজনা হামলা ও লাঞ্ছনার মধ্যে নির্বাচন সম্পন্ন বেনাপোল পৌরসভার মেয়র নাসির

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ অবশেষে বেনাপোলের পৌরমেয়র হলেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ১৩৩২৫ ভোট। অপরদিকে নাসিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের মফিজুর রহমান সজন পেয়েছেন ৩৮২৫ ভোট।  সোমবার (১৭ জুলাই) এ ভোট অনুষ্ঠিত হয়।
পেশীশক্তির ব্যবহার, প্রতিটি কেন্দ্রে সন্ত্রাসীদের অবস্থান, মহড়া ও সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হয়েছে বেনাপোল পৌরসভা নির্বাচন। নির্বাচন চলাকালীন কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে প্রার্থী জুলফিকার আলী মন্টু ও তার সমর্থকদের হাতে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন লাঞ্ছিত হয়েছেন। আহত হয়েছেন বহিরাগত ৫ সন্ত্রাসীসহ স্থানীয় ৩জন কাউন্সিলর প্রার্থীর কর্মী।
আহতরা হলেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও তার গাড়ি চালক, নাভারনের চিহ্নিত সন্ত্রাসী জাকির হোসেন ও নাভারন মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী হাফিজুর রহমান মন্টু । আরও আহত হয়েছেন কাউন্সিলর প্রার্থী জুলফিকার আলী মন্টু, ছাত্রলীগ নেতা অপু। টহলরত পুলিশের সামনে এসব সংঘর্ষ হলেও পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের।
স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন সাংবাদিকদের বলেন, রোববার রাত ১০ টার পর থেকে তার বাড়ির সামনে নৌকা প্রতীকের ভাড়া করা সন্ত্রাসীরা রাত সাড়ে ১২ টা পর্যন্ত মহড়া দিয়েছে। জীবননাশের হুমকি দিয়েছে। ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে। ভোটের দিন প্রতিটি কেন্দ্র থেকে তার মোবাইল প্রতীকের পোলিং এজেন্ট বের করে দিয়েছে। তিনি বলেন, ভোটের ১০ দিন আগে থেকে কোন প্রকার নির্বাচনী প্রচার- প্রচারণা করতে পারেননি। তিনি বলেন, এই সরকারের অধীনে কোন সুষ্ঠু ভোট হতে পারে না। বিজয়ী নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে বিতর্কিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডে পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

মোট ৫৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: আনিছুর রহমান।
সংরক্ষিত ৩টি মহিলা আসনে কামরুন্নার আন্না খাতুন, জুলেখা বেগম ও মর্জিনা খাতুন মিম নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সাদিপুর ১ নং ওয়ার্ডে সুলতান আহমেদ বাবু, নামাজগ্রাম ২ নং ওয়ার্ডে শরীফ উদ্দিন, বেনাপোল ৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান, কাগজপুকুর ৪ নং ওয়ার্ডে শাহীনুর রহমান শাহীন, দিঘীড়পাড় ৫নং ওয়ার্ডে আজিমউদ্দিন গাজী, ভবেরবেড় ৬ নং ওয়ার্ডে আসাদুজ্জামান, গাজীপুর ৭ নং ওয়ার্ডে মজনুর রহমান, ছোটআঁচড়া ৮ নং ওয়ার্ডে তাজিম উদ্দিন ও বড়আঁচড়া ৯ নং ওয়ার্ডে কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
বেনাপোল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ২২৫ জন। তবে, ইভিএম পদ্ধতিতে নির্বাচন হওয়ায় কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে ধীরগতিতে বলে অভিযোগ ভোটারদের।