যশোরে হেরোইনের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইনের একটি মামলায় আরিকুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার যশোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. আসাদুজ্জামান।
সাজাপ্রাপ্ত আসামি আরিকুল ইসলাম শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার রফিকুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৫ মার্চ শার্শা থানা পুুলিশের এসআই মোশারফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে নাভারন মাছ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি আরিকুল ইসলাম নামে ওই যুবককে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মোশারফ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন থানার এসআই শফিকুল ইসলাম। তিনি একই বছরের ২৭ এপ্রিল আরিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় আসামি আরিকুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।