দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে বেনাপোল ক্রিকেট একাডেমির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ(টায়ার-১) ক্রিকেট লিগের  বৃহস্পতিবারের (২৫ মে) দুটি খেলার একটিতে জয়লাভ করেছে বেনাপোল ক্রিকেট একাডেমি। অন্যদিকে মুরাদ স্মৃতি সংসদ বনাম ছাত্র সংঘের মধ্যকার খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বেনাপোল ক্রিকেট একাডেমি বনাম ইয়াং আর এন রোড। এ খেলায় বেনাপোল ক্রিকেট একাডেমি ১৮৩ রানের বড় ব্যবধানে জয় লাভ করে। খেলায় টস হেরে প্রথমে বেনাপোল ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে রনি ৮২,রানা ৮০ এবং ফিরোজ ৬৯ রান সংগ্রহ করেন। বল হাতে ইয়াং আর এন রোডের তালেব ২টি,হাসান ও সাইফুল ইসলাম ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্যে তারা ২৫৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার ২ বলে ৭১ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে ইব্রাহিম ১৩ এবং মাহিনুর রহমান ১১ রান সংগ্রহ করেন। বল হাতে বেনাপোল ক্রিকেট একাডেমির মুন ৩টি,ইনামুল ২টি,হাসিব,সুমন ও ফিরোজ ১টি করে উইকেট লাভ করেন।
এরআগে একই ভেন্যুতে মুরাদ স্মৃতি সংঘ বনাম ছাত্র সংঘের মধ্যকার দিনের প্রথম খেলাটি পরিত্যক্ত হয়। মাঠ ভেজা থাকার কারণে দুই আম্পায়ার কামরুজ্জামান সাজু ও বিধান দত্ত খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।