পাইকগাছায় কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে ৬০হাজার টাকা জরিমানা

0

পাইকগাছা(খুলনা)সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় ইটভাটার কাঠ ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে দুই ইটভাটা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম রোববার (১৫ মে) বিকেলে এ আদালত পরিচালনা করেন।
উপজেলার চাঁদখালীর ইটভাটাগুলোতে কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে। এ খবরে তিনি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি এডিবি ভাটা মালিক আব্দুল জলিল ও বিবিএম ভাটা মালিক আব্দুল মান্নানকে ৩০ হাজার করে মোট ৬০হাজার টাকা জরিমানা করেন। উপজলার অধিকাংশ ভাটার কোন বৈধ কাগজপত্র নেই বলে ভ্রাম্যমাণ আদলত পরিচালনাকালে দেখা গেছে।