কালীগঞ্জে বেদে পল্লীর ৫ মামলার আসামিকে তুলে নেওয়ার অভিযোগ

0

কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জে রাসেল আহমেদ নামে এক বেদে নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েযছে। এ ঘটনায় বেদে সম্প্রদায়ের সদস্যরা শুক্রবার (১২ মে) সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। রাসেল কাালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর বেদে পল্লীর খলিলুর রহমানের ছেলে। রাসেল ধর্ষণ ও মারামারিসহ ৫ মামলার আসামি। যদিও পুলিশ রাসেলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
রাসেলের বোন আনজু খাতুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে একটি সাদা রঙের পিকআপ ও একটি মাইক্রোবাস এবং একটি পুলিশে পিকআপ নিয়ে ১০ থেকে ১২ জন আমাদের বাড়ি আসেন। এ সময় আমার ভাই রাসেল ঘরে ঘুমিয়ে ছিলেন। তারা পুলিশ পরিচয় দিয়ে আমার ভাই রাসেলকে নিয়ে যান। এরপর থেকে পুলিশ রাসেলকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে। আমার ভায়ের খোঁজে র‌্যাব, পুলিশ ও ডিবি পুলিশের সাথে যোগযোগ করেছি। কিন্তু আমাার ভায়ের খোঁজ কেউ দিতে পারেনি।
স্থানীয় বেদে পল্লীর বাসিন্দারা জানিয়েছে, বেদে নেতা রাসেল আহমেদ ও স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ বেদে পল্লীতে জুয়ো, মাদক ও দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। দীর্ঘদিন এ দলের প্রধান নেতৃত্বে ছিলেন আরিফুর রহমান আরিফ নামে ওই যুবলীগ নেতা। এ পল্লীর জুয়ো, মাদক ও দেহ ব্যবসাকে কেন্দ্র করে বেদে পল্লীর রাসেল আহমেদ ও মনিরুল ইসলাম নামে দু’জনের নেতৃত্বে বিভক্ত হয়ে বিবাদ শুরু হয়। এরই জের ধরে ২০২২ সালে ২৯ নভেম্বর সন্ধ্যারাতে ওই পল্লীতে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ নিহত হন। এরপর থেকে ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বেদে রাসেল ও নিহত আরিফের স্ত্রী রেশমা খাতুন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, রাসেল নামে কাউকে তুলে নেয়া হয়েছে কিনা এমন ঘটনা আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তবে কালীগঞ্জ থানার কোন পুলিশ সদস্য রাতে তার বাড়িতে যায়নি। তাকে আটকও করেনি। এছাড়া অন্য কেউ তাকে তুলে নিয়ে গেছে কিনা আমার জানা নেই। মানববন্ধন সম্পর্কে বলেন, আমি জেনেছি রাসেলকে আটকের কারণে মানববন্ধন করেছে বেদে পল্লীর সদস্যরা।