চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ‘যুদ্ধ নয় শান্তি, এই হোক চিরকালীন ব্রত’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের অষ্টাদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। অষ্টাদশ দ্বি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন শিশু সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা আল মামুন বিন সালেহ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মান্নান এবং বজলুর রহমান জোয়ার্দ্দার। সম্মেলনে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক কর্মীদের অবদান রয়েছে। তাই সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চ্চায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং সুন্দর আগামী বাংলাদেশ গঠন করতে হবে।