বিয়ের আসরে বর-কনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি

0

লোকসমাজ ডেস্ক॥ বিয়ের আসরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন এক দম্পতি। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ এপ্রিল) ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়ায়।
ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয় ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেত্রী সুমাইয়া আফরিন দম্পতির বিয়েতে অভিনব কায়দায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পাশাপাশি এই আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবি জানানো হয়।
বিয়ের আসরে নবদম্পতির হাতে দেখা যায় ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো’ এবং ‘খাদিজার মুক্তি দাও’ লেখা সংবলিত দুটি প্ল্যাকার্ড। তাদের এমন প্রতিবাদের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন অনেকেই।
বর মাহমুদুল বলেন, আমাদের নতুন জীবনের শুরুটা নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং খাদিজার অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে করতে চেয়েছি। সব ধরনের জুলুমের অবসানের মাধ্যমে গণমানুষের মুক্তির সংগ্রামে বিবেকবান মানুষের অংশগ্রহণের আহ্বান জানানোর প্রত্যয়েই আমাদের বিয়েতে এমন প্রতিবাদের পদ্ধতি বেছে নিয়েছি।
উল্লেখ্য, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা আট মাসেরও বেশি সময় কারাগারে রয়েছেন। গত বছরের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে যখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়, তখন একাডেমিক সনদপত্র অনুযায়ী তার বয়স ছিল ১৭ বছর। তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলাটি করা হয়। আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে।
[সূত্র : দেশ রূপান্তর অনলাইন]