মনিরামপুরে প্রিয় খায়রুল স্যার আর নেই

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবার প্রিয় খায়রুল স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে সদর ইউনিয়নের দেবিদাসপুর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।
পারিাবরিক সূত্রে জানাযায়, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ ন ম খায়রুল আনাম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেকিটসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত সপ্তাহে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্থি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে তিনি ইন্তিকাল করেন। সদর ইউনিয়নের নিজ গ্রাম দেবিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাত সাতটার দিকে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সহকর্মী যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকর উদ্দিন। জানাজা নামাজে অংশ নেওয়া ছাড়াও তার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, অ্যাডভোকেট মুজিবুর রহমান, পীর মাওলানা হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাফ্ফর হোসেন ছাড়াও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।