নড়াইলে চাঁদা না পেয়ে সুলতান মেলায় দোকানে হামলা

0

নড়াইল অফিস ॥ নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানমেলায় মনসুর রানা ভাইয়ের ফুসকার দোকানে হামলা- ভাংচুরের ঘটনা ঘটেছে । এ ঘটনায় দোকান মালিকসহ ৮ জন কর্মচারী আহত হয়েছেন। চাঁদা দাবি ও হামলা ভাংচুরের ঘটনায় মনসুর রানা বাদী হয়ে ৫ জনসহ অজ্ঞাত ৮জনের নামে সদর থানায় বৃহস্পতিবার সকালে মামলা করেছেন। পুলিশ মামলার আসামি দক্ষিণ নড়াইলের নাছির উদ্দিনের ছেলে বিনতে হাবিব বর্ষণ ও কামাল মোল্যার ছেলে অনিক মোল্যাকে গ্রেফতার করেছে। মামলার বাদী মনসুর রানা বলেন,সুলতান মেলায় দোকান দেয়ার শুরু থেকে আমার কাছে জয়, মিজান, বর্ষণ,অনিকসহ অজ্ঞাত ৮/৯ জন ১০ হাজার টাকা দাবি করে আসছিল। আমি দিতে রাজি না হওয়ায় আমাকে দেখে নেয়ার হুমকি দেয় তারা। চাঁদা না দেয়ায় বুধবার সন্ধ্যায় আমার দোকানে এসে হামলা ভাংচুর করে ৫০/৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে তারা। এ ঘটনায় আমিসহ আমার দোকানের কর্মচারী নাজমুল,মাহফুজার,ডিপজল, জিহাদ,রানাসহ ৮জন আহত হই। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, হামলা-ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ষণ ও অনিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।