যশোরে আটক শীর্ষ মাদক ব্যবসায়ী টগর রিমান্ডে

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক শীর্ষ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম টগরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশের করা এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে একই মামলার আরেক আসামি মিম আক্তারের রিমান্ড আবেদন আদালতে নামঞ্জুর হয়েছে। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই জয় বালা তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। শীর্ষ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম টগর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত নুর ইসলামের ছেলে। অপরদিকে মিম আক্তার যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনি এলাকার মুকুল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে যশোর শহরের মণিহার এলাকা থেকে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটনসহ শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করেন র‌্যাব সদস্যরা। কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে বাসে করে যশোরে আসার পর তারা র‌্যাবের হাতে ধরা পড়েন। এ ঘটনায় আটক শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারসহ ৩ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করে র‌্যাব। সূত্র আরো জানায়, আটক শরিফুল ইসলাম টগরের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় এবং ঢাকার যাত্রাবাড়ি থানায় মাদক ও বিস্ফোরকসহ মোট ৪টি মামলা রয়েছে। ঝুমঝুমপুর এলাকার একাধিক সূত্র জানায়, শরিফুল ইসলাম টগর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। প্রায় এক দশক ধরে তিনি মাদকের ব্যবসা করছেন। বর্তমানে শরিফুল ইসলাম টগর কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেটের চালান এনে যশোরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন।