নওয়াপাড়ায় জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়া বাজারে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করে ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা বিক্রির দায়ে সাতজন মাছ বিক্রেতাকে তিন হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে নওয়াপাড়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে নওয়াপাড়া মাছবাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর নৌপুলিশের সহায়তায় অভিযান চালায়। এ সময় মাছ বিক্রেতা শরিফুল ইসলাম, পরিতোষ বিশ্বাস, ইসরাফিল হোসেন, বাচ্চু বিশ্বাস, এনায়েত হোসেন, রফিকুল ইসলাম ও রকিবুল ইসলামের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে তাদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪/৫ ধারায় পাঁচশ টাকা করে তিন হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ‘জব্দ করা জাটকা ইলিশ উপজেলার ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’ জব্দ করা জাটকা ইলিশ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া নৌপুলিশের এএসআই মেহেদী হাসান প্রমুখ।