যশোরে রনি হত্যা মামলার চার আসামির রিমান্ড মঞ্জুর

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঁচড়ার রনি হত্যা মামলায় আটক ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান আদালতে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
আসামিরা হলেন, সদর উপজেলার ভাতুড়িয়া বাজার মোড়ের রওশন আলীর ছেলে আব্দুল গফ্ফার, ভাতুড়িয়ার গাজীর মোড়ের ইসরাইল গাজীর ছেলে অহিদুজ্জামান লিটন, ওয়াজেদ আলী ড্রাইভারের ছেলে আলামিন ও বড় নারয়ণপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর ছেলে শান্ত ইসলাম।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সন্ধ্যায় চাঁচড়া আশ্রয়ন প্রকল্পের রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রকি নামে এক তরুণ। পরদিন চাঁচড়া বর্মণপাড়ার শ্মশান সংলগ্ন মুক্তেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, ইতোপূর্বেকার ইমরোজ হত্যার জের ধরে তার ভাই ইসরাজুল কুপিয়ে খুন করেছেন রনিকে। এ ঘটনায় নিহত রনির মা ছায়েরা বেগম ১২ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা করেন।