খুলনায় বিভাগীয় সমাবেশের আগ মুহূর্তে যশোরে বিএনপির ১৭ নেতাকর্মী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ গত সোমবার রাতভর যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের একজন মেম্বার ও স্থানীয় একজন যুবলীগ কর্মীর ইতোপূর্বে দায়ের করা পৃথক দুটি কথিত হামলার পেন্ডিং মামলায় আটক দেখানো হয়। মঙ্গলবার আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জন নেতাকর্মীকে ধরে নিয়ে যায়। এরা হলেন, সদর উপজেলার হাটবিলা গ্রামের সুলতান মোল্লার ছেলে সুমন হোসেন, সতীঘাটার মৃত মুনতাজ আলী মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক, জগমোহনপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম রাজু, শহরের পুরাতন কসবা মিশনপাড়ার মৃত শাহাজান আলীর ছেলে সিরাজুল ইসলাম মানিক, সদর উপজেলার ঘোপ ফতেপুর গ্রামের আহাদ আলী মোল্লার ছেলে জামাল হোসেন, ঘোপ ছাতিয়ানতলা গ্রামের মৃত আবুল হোসেন লস্করের ছেলে আসাদুজ্জামান লাবলু, নারায়ণপুর ভাতুড়িয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মিরাজ হোসেন, ভায়না গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে শেখ গোলাম রব্বানী, মৃত আব্দুল হামিদের ছেলে গোলাম সরোয়ার লিটন, আগ্রাইল পূর্বপাড়ার নওয়াব আলী মোল্লার ছেলে আনোয়ার হোসেন, শহরের শংকরপুর আকবরের মোড় এলাকার মোশারফ হোসেনের ছেলে শামীম হোসেন, বকচর হুশতলার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ, বারান্দী মোল্লাপাড়ার মৃত তোফাজ্জেল শেখের ছেলে বিপ্লব শেখ, সদর উপজেলার নরেন্দ্রপুরের মৃত আমজাদ মোড়লের ছেলে আক্তারুজ্জামান, কমলাপুর গ্রামের তবিবর রহমানের ছেলে মমিন উদ্দিন, পান্তাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে গোলাম রব্বানী ও শহরের পুরাতন কসবা কাজীপাড়ার শেখ নওশের আলীর ছেলে শেখ সামিউল আলম।
জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন এ বিষয়ে বলেন, খুলনার মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ পরিকল্পিতভাবে নেতাকর্মীদের আটক করেছে। কিন্তু এতে সরকারের উদ্দেশ্য সফল হবেনা।