মণিরামপুরের যুবদল আইয়ুব আলীকে কারাগারে প্রেরণ

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও আইনজীবী সহকারি আইয়ুব আলীকে গ্রেফতারের পর পুরাতন একটি নাশকতা মামলায় আসামি করে চালান দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে থানা পুলিশ পৌরশহরের তাহেরপুর এলাকার বাসা থেকে যুবদল নেতাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে পুলিশ পুরাতন একটি নাশকতার মামলায় আইয়ুব আলীকে আসামি করে আদালতের  প্রেরন করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। তবে পুলিশের দাবি আটক যুবদল নেতার বিরুদ্ধে একটি নাশকতার  মামলা ছিল।
মণিরামপুর থানায় সদ্য যোগদানকরা অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান জানান, যুবদল নেতা আইয়ুব আলী নাশকতা মামলায় এজাহার নামীয় আসামি হওয়ায় এসআই আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করেন। তবে উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন দাবি করেন, পুলিশ শুধুমাত্র হয়রানি করতে যুবদল নেতা আইয়ুব আলীকে গ্রেফতারের পর পুরাতন একটি নাশকতার মামলায়( ২০২২ সালের মামলা নম্বর ১১) অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তার নাম অন্তর্ভুক্তত করে চালান দিয়েছেন। শহীদ ইকবাল হোসেন এ মামলাকে মিথ্যা ভিত্তিহীন উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি দাবি জানিয়েছেন।