বাকড়ীতে আট দলীয় ফুটবলে নড়াইলের শ্রীদাস বর্মণ ক্লাব জয়ী

0

 

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বাঘারপাড়ার বাকড়ীতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাকড়ীর গোচার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রতিদ্বিন্দ্বিতা করে নড়াইলের পানতিতার শ্রীদাস বর্মন ক্লাব ও মাগুরার বাউলিয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারে ৪-২ গোলে শ্রীদাস বর্মন ক্লাব জয় পেয়েছে।
খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সাবেক পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ডা. সঞ্জয় কুমার পাঠক, অবসরপ্রাপ্ত শিক্ষক করুণা মজুমদার, ঘনশ্যাম মজুমদার,অনুপ কুমার রায়, বিদ্যুৎ কুমার স্যান্নাল, পন্ডিত নবকৃষ্ণ বিশ্বাস, অশ্বিনী কুমার দাস, চিন্ময় ভৌমিক প্রমুখ।