রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

0

 

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘনায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনগণ ঘাতক যানটি আটক করলেও চালককে আটক করতে পারেনি। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজগঞ্জ বাজার সংলগ্ন হানুয়ার বটতলা মোড়ে। নিহত কৃষক গোবিন্দ কুমার (৪৫) ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামের দুলাল কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কৃষক গোবিন্দ কুমার সার কিনতে রাজগঞ্জ বাজারে আসছিলেন। পথিমধ্যে হানুয়ার বটতলা মোড়ে পৌছালে সামনে থেকে আসা একটি মাছের খাদ্য বোঝাই ট্রলি সামনে থেকে তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই কৃষক গোবিন্দ কুমার নিহত হন। এ সময় টলি চালক পালিয়ে যান। খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানী ইসরাইল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধারসহ ঘাতক টলিটি আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।
এব্যাপারে নিহতের ছেলে জয়দেব কুমার বলেন, গত বছর ক্যান্সারে মাকে হারিয়েছি। এবার বাবাকে হারিয়ে ফেললাম। এখন যে কি করব সেটাই ভেবে পাচ্ছিনা।