খুবিতে তিন দিনব্যাপী সপ্রাণ চিত্রাঙ্কন কর্মশালার উদ্বোধন

0

 

খুলনা ব্যুরো ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী সপ্রাণ চিত্রাঙ্কন কর্মশালা শুরু হয়েছে। খুবি’র ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের আয়োজনে বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এ সময় উপাচার্য বলেন, চারুকলার শিল্পীরা অসাধারণ প্রতিভার অধিকারী। তাদের দৃষ্টিভঙ্গি অন্য সবার থেকে আলাদা। এই প্রতিভা বিকশিত করতে পারে প্রশিক্ষণ। কেননা প্রশিক্ষণই মানুষকে পরিপূর্ণ করে তোলে। তিনি আরও বলেন, পেইন্টিং শুধু মনের ভাব না, মানবসভ্যতার শুরু থেকেই ড্রইং এন্ড পেইন্টিং এর উপস্থিতি দেখতে পাওয়া যায়। মনের চিন্তাগুলোর বহিঃপ্রকাশ হয় চিত্রকর্মের মাধ্যমে। চিত্রকলা মনের নান্দনিকতা ফুটিয়ে তোলে। চিত্রকলার মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল আহমেদ। তিনি বলেন, বর্তমান সময়ে মডেলের অভাব নেই। কিন্তু লাইভ ড্রইংয়ের অভাব। তিনি শিল্পশিক্ষার্থীদের লাইভ ড্রইংয়ের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান রকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শাপলা সিংহ। পরে উপাচার্য একুশে পদকপ্রাপ্ত শিল্পী জামাল আহমেদকে ড্রইং এর অ্যাপ্রোন পরিয়ে দেন এবং অতিথিদের সাথে নিয়ে চারুকলা চত্বর ঘুরে দেখেন। এসময় তিনি রং তুলি দিয়ে একটি অঙ্কনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।