বিকট শব্দে মোটরসাইকেল চালানোয় ছাত্রলীগ কর্মীকে পেটালেন ইউপি চেয়ারম্যান

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে শব্দ দুষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে গ্রামপুলিশ দিয়ে ডেকে এনে মারপিট করে আটকে রাখার অভিযোগ উঠেছে হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটনের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ আটকে রাখা ছাত্রলীগ কর্মী মামুনকে উদ্ধার করে। মারপিটের ভিডিও চিত্র সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোগলাডাঙ্গা স্কুল মাঠে চলছিল গ্রীষ্মকালীন খেলাধুলা। এ সময় হরিদাসকাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাশদিয়ে বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে শব্দ দুষণের অভিযোগ করেন উপস্থিত অনেকে। এসময় হরিদাসকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির লিটন দুইজন গ্রামপুলিশ ওয়াজেদ আলী ও রমেষ চন্দ্রকে দিয়ে ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুনকে দুপুর ১২টার দিকে ডেকে আনেন ইউনিয়ন পরিষদ ভবনে। মামুন আসার পর পরিষদের বারান্দায় বিভিন্ন লোকজনের সামনে তাকে লাঠি দিয়ে চেয়ারম্যান আলমগীর কবির লিটন বেধড়ক মারপিট করেন। এরপর একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ গিয়ে তাকে মামুনকে উদ্ধার করে।
ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সবুজ বিশ্বাস জানান, মোটরসাইকেলে চালিয়ে শব্দ দুষণের অভিযোগে অন্যায়ভাবে মামুনকে ডেকে এনে অমানবিকভাকে পিটিয়েছেন চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন বলেন, স্কুলে গ্রীষ্মকালীন খেলা চলাকালে বিকট শব্দ করে মামুন মোটরসাইকেল চালাচ্ছিল। এ কারণে তাকে একটু শাসন করা হয়েছে।
উল্লেখ্য, আলমগীর কবির লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিগত ইউপি নির্বাচনে তিনি নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী হন। পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর-ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।