উপকূলীয় অঞ্চলে পাখি শিকার রোধে বিলবোর্ড

0

 

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা॥ খুলনার উপকূলীয় এলাকায় পাখি শিকার রোধে ‘পাখির অভয়ারণ্যে’ সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে ও পাইকগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাজারখোলায় এই বিলবোর্ড স্থাপন করা হয়।
পাখিসহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতনতায় শিকারী ও অসাধুদের সতর্ক করতে সোমবার সকালে উপজেলার গদাইপুর খেলার মাঠ, স্কুল সংলগ্ন বাজার খোলায় মেইন রোডের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন,পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান,পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর শংকর প্রসাদ দত্ত, আসমাতুল্লাহ, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরি রানী সাধু, কবি সুশান্ত বিশ্বাস, কবি রোজী সিদ্দীকি,শিক্ষার্থী ঐশি খাতুন,মারিয়া সুলতানা,সুমাইয়া খাতুন,সুমনা আক্তার, বৃষ্টি বিশ্বাস, অভিজিত রায়,গনেশ দাস প্রমুখ।