রামপালে গৃহবধূকে শ্লীলতাহানি ও শিশু সন্তানকে মারধরের অভিযোগ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও তার শিশু ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আরিফা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সগুনা গ্রামের মল্লিক নাজিম উদ্দীনের শিশু পুত্র আরিয়ান(৫)কে একই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী মরিয়মের কথা মত তার ছেলে মিরাজুল(৭) মারধর করতে থাকে। মিরাজুল শিশু আরিয়ানাকে মারধর করতে থাকলে আরিয়ানের মা আরিফা খাতুন এসে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেকেন্দার, তার স্ত্রী মরিয়ম ও মেয়ে সাদিয়া খাতুন গৃহবধূ আরিফা খাতুনকে রাস্তার ওপর ফেলে বেধড়ক মারধর করে শ্লীলতাহানী ঘটায় ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে ওই গৃহবধূ আহত হন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভুক্তভোগী আরিফা জানান, তিনি কানে শুনতে পারছেন না এবং তারা খুব নিরাপত্তাহীনতায় আছেন। আবারো মারার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ।
এ বিষয়ে রামপাল থানার এসআই ইসমাইল হোসেন সাথে কথা হলে তিনি বলেন, আমি তদন্তের জন্যে ঘটনাস্থলে গিয়েছিলেন। সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।