আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিট আছে – হানিফ

0

 

ইবি সংবাদদাতা ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল অলম হানিফ বলেছেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে বাধা না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তারা নির্বিঘ্নে সভা করতে পারবে। তবে সমাবেশের নামে কেউ সহিংসতা সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটি না কংক্রিট ও আছে। এর শিখর অনেক গভীরে। বিএনপির পায়ের নিচে মাটি নেই এজন্য তারা সরকারের নামে নানা অপপ্রচার চালাই। বিএনপি যে বাংলাদেশকে আফগানিস্তান ও তালেবান বানানোর স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নই থেকে যাবে।’
বৃহস্পতিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টিএসসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় যোগ দিতে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এর আগে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন । এরপর আলোচনাসভায় যোগ দেন।
সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাবেক ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহাসক অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।