যুবলীগ কর্মী সোহাগ হত্যা মামলায় ফন্টু চাকলাদার কারাগারে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের আলোচিত যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তৌহিদ চাকলাদার ফন্টু আদালতে আত্মসমার্পণ করলে,আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালাতের পাবলিক প্রসিকিউটর(পিপি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।

২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাস ভবনের সামনে খুন হন যুবলীগ কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই তৌহিদ চাকলাদার ফন্টুসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে এতোদিন জামিন না নিলেও বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।