যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাথাড়ি গুলিতে নিহত ৩

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের বাইরে একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।
সোমবার বার্তাসংস্থা এএফপি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলেছেন, দেশটিতে বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।
প্রতিবেদনে বলা হয়, হামলাকারী একাই ছিলেন। তার কাছে ছিল একটি রাইফেল ও কিছু গোলাবারুদ। তবে পুলিশ নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তাছাড়া গোলাগুলির সময় শপিংমলের ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।
গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন। এ ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বন্দুক সহিংসতা আর্কাইভ অনুসারে, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বন্দুক সহিংসতার এটিই সর্বশেষ ঘটনা।
যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা আর্কাইভ অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৪০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের কারণে মারা যান।