লোকসমাজে সংবাদ প্রকাশের পর বন্ধ করা হলো ভবন দখল কার্যক্রম

0

 

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসমাজে সংবাদ প্রকাশের পর অবশেষে বন্ধ হয়ে গেল, যশোরের ঐতিহ্যবাহী মহিলা সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ের ভাঙাভাঙি কার্যক্রম। প্রশাসন কিংবা সরকারি কোন দফতরের হস্তক্ষেপে এই কার্যক্রম বন্ধ না হলেও, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লাইজু জামানের হস্তক্ষেপে বুধবার বিকাল থেকে এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন,সমাজ কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার। এদিন সকাল থেকে ভাঙাভাঙি কার্যক্রম চললেও বিকালের পর লাইজু জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে কার্যক্রম বন্ধ করে দেন। এ ঘটনায় প্রাথমিক বিদ্যালয় কর্র্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে তারা স্থায়ীভাবে এই কার্যক্রম বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।