অভয়নগরে মেম্বার উত্তম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নারীসহ দুজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার উত্তম সরকার হত্যা মামলায় বর্তমান মেম্বার অর্ধেন্দু মল্লিকের স্ত্রী ইতিকা মল্লিকসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। গত বুধবার রাতে অভয়নগর উপজেলার ফুলেরগাতি ও মণিরামপুর উপজেলার গাবখালী গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে উত্তম সরকার হত্যাকা-ে জড়িত অভিযোগে ১২ জনকে আটক করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শামীম হোসেন জানান, চলতি বছরের ১০ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার হরিশংকরপুর গ্রামে নিজ বাড়ির কাছে চরমপন্থি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তৎকালীন নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করা হয়। এই মামলা তদন্তকালে জানা যায়, নির্বাচনে জয়লাভে ভূমিকা রাখার জন্য একটি চরমপন্থি গ্রুপকে ১ লাখ টাকা দিতে চেয়েছিলেন উত্তম সরকার। ওই সময় কয়েক হাজার টাকাও তাদের দেয়া হয়েছিলো। কিন্তু বাকী টাকা না দেওয়ায় তাকে হত্যা করেন ওই চরমপন্থি গ্রুপের সদস্যরা। এ ঘটনায় হত্যা মিশনে অংশ নেয়া চরমপন্থি সন্ত্রাসীরা ছাড়াও মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা কিরণকেও আটক করা হয়েছে। তিনি বলেন, তদন্তে হত্যা পরিকল্পনা ও অর্থদাতা হিসেবে তৎকালীন সাবেক মেম্বার অর্ধেন্দু মল্লিকের নাম উঠে আসে। এর প্রেক্ষিতে তাকেও আটক করা হয়। এছাড়া আটক এক চরমপন্থির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অর্থদাতা হিসেবে অর্ধেন্দু মল্লিকের স্ত্রী ইতিকা মল্লিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। উত্তম সরকারকে হত্যা করতে পারলে অর্ধেন্দু মল্লিক ও তার স্ত্রী ইতিকা মল্লিক চরমপন্থি কিরণকে দেড় লাখ টাকা দিতে চেয়েছিলেন। এর মধ্যে ইতিকা মল্লিক বিকাশের মাধ্যমে কিরণকে ৯ হাজার টাকা দেন। এসব তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে অভয়নগর উপজেলার ফুলেরগাতি গ্রামের নিজ বাড়ি থেকে ইতিকা মল্লিকাকে আটক করা হয়। এছাড়া উত্তম সরকার হত্যাকা-ে মণিরামপুর উপজেলার গাবখালী গ্রামের সাধন বিশ্বাসের ছেলে চরমপন্থি দলের সদস্য সুমন বিশ্বাসের সম্পৃক্ততা পাওয়ায় তাকেও আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, উত্তম সরকারের মৃত্যুতে উপ-নির্বাচনে সুন্দলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন অর্ধেন্দু মল্লিক।