শ্রীলঙ্কায় স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রীলঙ্কায় স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং দু’সপ্তাহের জন্য সরকারি কর্মকর্তাদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
শ্রীলঙ্কার জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যাবশ্যক পরিষেবার সাথে সংশ্লিষ্ট নন, এমন সবাইকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। শুক্রবার জারি করা এই নির্দেশে আরো বলা হয়, ‘বর্তমান জ্বালানি স্বল্পতা এবং পরিবহন সুবিধায় সমস্যার’ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সার্কুলারে আরো বলা হয়েছে, কর্তৃব্য পালনের জন্য তলবের সময় সর্বনিম্ন সংখ্যক কর্মীকে অফিসে আনতে হবে।
শ্রীলঙ্কায় জ্বালানি সঙ্কট তীব্র হয়ে ওঠেছে। ফুয়েল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধরে সামান্য কিছু সংগ্রহ করতে হচ্ছে। আর্থিক সঙ্কটের কারণে দেশটি বিদেশ থেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে না।
সূত্র : ডেইলি মিরর শ্রীলঙ্কা ও ইন্ডিয়ান এক্সপ্রেস