শরণখোলায় বিয়ের আসর থেকে কনের পিতা আটক, ৬ মাসের দণ্ড

0

 

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় বিয়ের আসর থেকে কনের পিতাকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে তাকে আটক করা হয় । উপজেলা নির্বাহী অফিসার এ কারাদন্ড প্রদান করেন। এ সময় বর, বরের পিতা ও কাজী পালিয়ে যান। সোমবার মধ্যরাতে গোপনে উপজেলার কদমতলা গ্রামের শাহ আলম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। তারা একই উপজেলার নলবুনিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে বাদলের সাথে বিয়ের আয়োজন করছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী জানান, বাল্যবিয়ে দেয়ার অপরাধে কন্যার পিতা বারিককে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে । তার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর গ্রামে। তিনি শরণখোলার কদমতলা গ্রামে নানাবাড়িতে বসে ১৬ বছরের কনে তানিয়াকে বিয়ে দেয়ার আয়োজন করছিলেন।
শরণখোলা থানার অফিসার ইনর্চাজ ইকরাম হোসেন জানান, দন্ডিত আসামিকে মঙ্গলবার কোর্টে পাঠানো হয়েছে ।