ঝিকরগাছায় ধান মজুতের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে ধান মজুত করার অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লাইসেন্সবিহীন অবৈধভাবে ধান মজুদের দায়ে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারের বাবু ট্রেডার্সকে ১০ হাজার টাকা, সরদার ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও আব্দুর রব নামের অপর ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে এসব মজুদদার ব্যবসায়ীকে লাইসেন্স করার জন্য তাগিদ দেয়া হয়েছে। তা না হলে মজুদকৃত ধান বাজারমূল্যে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান, ওসিএলএসডি প্রবোদ কুমার পাল, থানা পুলিশের এএসআই আনিছুর রহমান আনিস প্রমুখ।