মনিরামপুরে পৃথকস্থানে আওয়ামীলীগের দুই গ্র“পের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥যশোরের মনিরামপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল আরো ঘনিভূত হয়েছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিবদমান দুইটি গ্রুপ বিভক্ত হয়ে পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অন্যটির নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে শানিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের নেতৃত্বে পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে পুরাতন দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রভাষক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, অনন্ত দেব নাথ, হাশেম আলী, সন্দীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের নেতৃত্বে বিকেলে পৌরশহরে অনুরূপভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে নতুন দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, গৌতম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, পৌর যুবলীগের আহবায়ক লুৎফর রহমান, স ম আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ মন্ডল, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সহকারী অধ্যাপক আবু হাসান, সাবেক ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান প্রমুখ। অ্যাডভোকেট বশির খান জানান, দলীয় কার্যালয়ের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চেয়েছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। কিন্তু তিনি হঠাৎকরে অসুস্থ হওয়ায় অংশ নিতে পারেননি।