ফুলতলায় বিএনপি নেতা মিঠুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে খুলনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুর ৫ম মৃত্যুবাষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে নতুনহাটের বাসস্ট্যান্ড চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা বিএনপির সদস্য মো. সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এ রহমান বাবুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা অহিদুজ্জামান নান্না, আনোয়ার হোসেন বাবু, শেখ আঃ সালাম, নজরুল ইসলাম মোল্যা, গাজী ফজলুল হক, ফজলুল আলম সেলিম, বকতিয়ার উদ্দিন শেখ, শেখ আব্দুল হালিম, জিএম শফিকুল আলম, জামাল হোসেন ভুইয়া, আফসার আলী শেখ, বাবর আলী, লব্দুল গনি মোল্যা প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ আবু জাফর। প্রসঙ্গতঃ গত ২০১৭ সালের ২৫ মে রাত দশটায় ফুলতলার নতুনহাটের নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে দেহরক্ষী নওশের আলীসহ ঘটনাস্থলেই নিহত হন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু।