মণিরামপুরে এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুর ঘুড়ি উড়ানকে কেন্দ্র করে বকাঝকা করায় মায়ের ওপর অভিমানে মুজাহিদ হোসেন নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১১ টার দিকে সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামে। গতকাল বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত মুজাহিদ হোসেন পৌরশহরের মনিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আষ্টম শ্রেণির ছাত্র। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মাসহ পরিবারবর্গ শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য গনি মোড়লসহ এলাকাবাসী জানান, সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের কৃষক খবির হোসেনের একমাত্র ছেলে মুজাহিদ হোসেন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে মাঠের মধ্যে প্রতিবেশী বন্ধুদের সাথে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় প্রতিবেশী মোজাম আলীর ছেলে ওয়ালিদের ঘুড়িটি ছিড়ে একটি গাছের উপর পড়ে। এক পর্যায়ে গাছ থেকে ঘুড়িটি উদ্ধার করা নিয়ে মুজাহিদের সাথে ওয়ালিদের ঝগড়া হয়। স্থানীয় যুবক বাবলুর রহমানসহ অন্যান্যরা জানান, ঘুড়ি ছেঁড়ার ব্যাপারে ওয়ালিদের অভিভাবকরা মুজাহিদকে দোষারোপ করে তার মায়ের কাছে নালিশ করেন। ফলে ক্ষোভে মা মুজাহিদকে বেশ বকাঝকা করেন। আর এ বিষয়টি মেনে নিতে না পেরে অভিমানে মুজাহিদ রাত ১১ টার দিকে ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারবর্গ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, মুজাহিদের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।