কলারোয়ার সাংবাদিক পরিচয়দানকারী চাঁদাবাজ আটক

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনি থেকে পালিয়ে আসা বহু
অপকর্মের হোতা সাংবাদিক পরিচয়দানকারী জুলফিকার আলী অবশেষে পুলিশের জালে
আটকা পড়েছেন। তিনি বর্তমান তুলশীডাঙ্গা গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন। তার পিতা মৃত শেখ আমজেদ আলী। মামলা সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য
রওশন আলী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২ লাখ ২২ হাজার টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে । হঠাৎ একদিন কথিত সাংবাদিক জুলফিকার আলী প্রকল্পের কাজ দেখে বিভিন্ন অনিয়মের কথা বলে মেম্বারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি উপায়ন্তর না পেয়ে ১০ হাজার টাকা তাকে চাঁদা দেন। কিন্তু সেই ১০ হাজার টাকা নেওয়ার পরেও বাকি ৯০ হাজার টাকা না দিলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় মেম্বার কলারোয়া থানায় একটি মামলা করেন। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, আটককৃত জুলফিকার আলীকে একটি চাঁদবাজী মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হে