যশোর ২৫০ শয্যা হাসপাতালে যথাযথ চিকিৎসা মিলছে না

0

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ চিকিৎসা মিলছে না যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। একদিকে চিকিৎসা অন্যদিকে, ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে মানসম্মত চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে না।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল সড়কের নতুনহাটে আসিব (১৭) ও রুবেল (১৭) নামে দু’জন স্কুলছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হয়। আহতদের সন্ধ্যা ৭টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে আসিব মারা যায়। রুবেলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আসিব যশোর সদর উপজেলার বেনেয়ালী গ্রামের নাজমুল হোসেনের পুত্র। রুবেল ললিতাদাহ গ্রামের জহিরুদ্দিনের পুত্র। তারা দু’জন বারীনগর আব্দুল বারী বহুমুকখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। হাসপাতালে ভর্তি হওয়ার পর যথাযথ চিকিৎসা পায়নি তারা। আসিবের সহপাঠি তানজিল, মামুনসহ ৮/১০ জন এদিন হাসপাতালে আসেন। তানজিল ও মামুন জানিয়েছেন, ভর্তি করার পর ওয়ার্ডে কোন চিকিৎসক পাওয়া যায়নি। আসিব বারবার চিৎকার করে বলছিল আমাকে চিকিৎসা দাও। ডাক্তার কই ? এ সময় কর্তব্যরত সেবিকাদের স্মরণাপন্ন হলে তারাও তাদের সাথে দুর্ব্যবহার করেন। এরপর এক ঘন্টা পর অন্য ওয়ার্ড থেকে ইন্টার্ন চিকিৎসক এসে আহতদের চিকিৎসা দেন। সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের এ সময় দেখা মেলেনি। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যায় না প্রশিক্ষণার্থী ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভর করে চলছে হাসপাতাল। শুধু আসিব কিংবা রুবেল নয়, প্রত্যেক রোগীর একই অবস্থা। এ ধরনের সংকটের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান এ অবস্থার উন্নয়নে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না। পরিস্থিতি এমন যেন তিনি চিকিৎসকদের নিয়ন্ত্রণ করতে পারছেন না এমন অবস্থা চলছে। এতে চিকিৎসা সেবার চরম সংকট দেখা দিয়েছে হাসপাতালে।