ইউক্রেনে অস্ত্রের ঢল নামাচ্ছে যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও ১০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকবে। মঙ্গলবার (৫ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগন পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের জরুরি ভিত্তিতে এ ধরনের অস্ত্র প্রয়োজন। তিনি জানান, ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনে এ নিয়ে ষষ্ঠবার নিরাপত্তা সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭০ কোটি ডলারের অস্ত্র পাছিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর থেকে দেশটিকে মোট ২৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়া হয়েছে। ব্লিঙ্কেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও ৩০টির বেশি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে। মিত্রদের সঙ্গে মিলে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় আরও সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রযুক্ত অত্যাধুনিক সুইচব্লেড ড্রোন পাঠাবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব সুইচব্লেড ৬০০ ও ৩০০ ড্রোন ইউক্রেনে পাঠাবো। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য পাস হওয়া ১ হাজার ৩৬০ কোটি ডলার তহবিলের অংশ হিসেবে এসব সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্লিঙ্কেন।
সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে