পাইকগাছায় উপজেলা চিংড়ী চাষী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় উপজেলা চিংড়ী চাষী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী বছর থেকে চিংড়ী চাষ বন্ধের চক্রান্তের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার সকালে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। সম্পাদক গোলাম কিবরিয়া রিপনের সঞ্চলায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাউদ শরীফ,জিএম একরামুল ইসলাম,নির্মল মজুমদার,মনোহর চন্দ্র সানা,ফারুখ হোসেন,শেখ আনারুল ইসলাম,বিভুতি ভুষণ,দীলিপ,আবু সালেক মোল্যা,ও আবুল হোসেন। অতি দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন, ফান্ড গঠন, পরিকল্পিত উপয়ে চিংড়ী ও ধান চাষ, সকল চিংড়ী চাষীদের মাঝে সমন্বয় সৃষ্টি করা ও কেয়ার বা ওয়াপদা থেকে ১০ ফুট দুরে বিকল্প বাঁধ নির্মান করে চিংড়ী চাষ করা সিদ্ধান্ত নেয়া হয়।