রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়া-ইউক্রেন বিরোধ ও যুদ্ধে বেসামরিক জনগণের প্রাণহানি, লাখ লাখ মানুষের শরণার্থী হওয়াসহ সৃষ্ট মানবিক সংকটে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। রবিবার (৬ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অবস্থান জানান। বিবৃতিতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ যৌক্তিক সমাধানের পথে অগ্রসর হবার আহ্বান জানান জাসদের নেতারা তারা বলেন, ‘কোনও দুইটি দেশের মধ্যে সমস্যার সমাধানে যে কোনও একটি দেশের একতরফা পদক্ষেপ গ্রহণ বা সামরিক শক্তি প্রয়োগ সমস্যার সমাধানের সঠিক পথ নয়।’