বোতলজাত সয়াবিনের মূল্য টেম্পারিং, খাজুরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ ভোজ্য তেল সয়াবিনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বোতলে টেম্পারিং শুরু করেছেন। বুধবার যশোরে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এমনই ঘটনা ধরা পড়েছে। এই অপরাধে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত খাজুরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় বাজারের জোয়ারদার ট্রেডার্সে ১, ২ ও ৫ লিটার সয়াবিনের বোতলে মূল্য ঘষে উঠিয়ে নতুন মূল্য দিয়ে (টেম্পারিং) বিক্রি করা হচ্ছে। অপরাধে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বাজারের অর্ণব স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বেকারি পণ্য বিক্রির অপরাধে আতিয়ার স্টোরকে ৪ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকার/লেবেলবিহীন বিদেশি প্রসাধনী ও ওষুধ বিক্রির অপরাধে সাজ কসমেটিসককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ক্যাব সদস্য মো. আব্দুর রকিব সরদার উপস্থিত ছিলেন।