১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি, ফের বৈঠক মঙ্গলবার

0

লোকসমাজ ডেস্ক॥ এর আগের ২০ জনের নামের তালিকা থেকে এখনো ১০ জনের নাম চূড়ান্ত করতে পারেনি সার্চ কমিটি। ওই তালিকা থেকে ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করা হয়েছে। সার্চ কমিটিকে দেওয়া ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের আগেই এই তালিকা চূড়ান্ত করা হবে। আজ রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সার্চ কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এর আগে ৪টা ৫০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এতে সভাপতিত্ব করেন।
এছাড়াও সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে শনিবার ২০ জনের প্রাথমিক তালিকা করেছিলেন তারা। সেদিন সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. সামসুল আরেফিন।