মিডিয়ায় চাকরিচ্যুত দুদক কর্মকর্তা : সততার সঙ্গে দায়িত্ব পালনের পুরস্কার পেলাম

0

লোকসমাজ ডেস্ক॥ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান হুমকি দিয়েছেন এক সপ্তাহের মধ্যে চাকরি খেয়ে দেবেন। এই হুমকির এক সপ্তাহ না হলেও ১৬ দিনের মাথায় চাকরিচ্যুত হলেন দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। এই চাকরিচ্যুতিকে সততার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পুরস্কার বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। তিনি বলেন, গত ৩০শে জানুয়ারি সন্ধ্যায় আইয়ুব খান আরো কয়েকজনকে নিয়ে আমার বাসায় এসে আমাকে হেনস্তা করেন ও এক সপ্তাহের মধ্যে আমাকে চাকরিচ্যুত করবে বলে হুমকি দেন। আমাকে হত্যা করবে বলেও জানানো হয়। তখন আমি সিসিটিভি ফুটেজ নিয়ে সেই রাতেই খুলশী থানায় জিডি করি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো আইয়ুব খানের কথাই সত্য হয়েছে। এক সপ্তাহের মধ্যে না পারলেও ১৬ দিনের মাথায় আমার চাকরি এই প্রভাবশালীরা কেড়ে নিয়েছে। আমি সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পুরস্কার শেষ পর্যন্ত এটাই পেলাম। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে আজ দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার সহকর্মীরা। তার এই চাকরিচ্যুতির বিষয়ে সৃষ্ট ধোঁয়াশা দূর করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।