খুলনায় ড্রেন সংস্কারের সময় হেলে পড়লো তিনতলা ভবন

0

খুলনা সংবাদদাতা॥ খুলনা মহানগরীর বাগমারা এলাকায় সড়কের পাশে ড্রেন সংস্কারের সময় একটি তিনতলা ভবন আংশিক হেলে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাগমারা এলাকার চেয়ারম্যানবাড়ির মোড়ে মহিউদ্দিন খানের তিনতলা ভবনটি হেলে পড়ে। বাড়িটি দীর্ঘ কয়েক দশকের পুরানো।
মহিউদ্দিন খানের বড় জামাতা তৌফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে বাড়ির সামনে ড্রেনে সংস্কার কাজ করা হচ্ছে। মঙ্গলবার বিকালে ড্রেনে গর্ত করার সময় পুরানো এই ভবনের নীচের মাটিও সরিয়ে ফেলা হয়। অধিক পুরানো হওয়ায় ভবনটিতে কোন ভিম ছিল না। ফলে ভবনের নিচের মাটি সরে যাওয়ায় সন্ধ্যার দিকে ভবনটি সড়কের দিকে কিছুটা হেলে পড়ে। এতে ভবনে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভবনের সামনের ইটের গাথুনি কিছু অংশ ধসে পড়েছে। ভবনটির সামনের অংশ বাঁশ দিয়ে ঠেকানো হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা সদর স্টেশনের সিনিয়র স্টাফ অফিসার মো. সাইদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ড্রেনের খনন কাজ বন্ধ রয়েছে। এছাড়া মসজিদের মাইকে ওই বাড়ির সামনে সড়ক দিয়ে পথচারির সাবধানে চলাচল করতে বলা হয়েছে।